বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

গাজীপুরে ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি

 
 
জেলার টঙ্গীতে একটি পোশাক কারখানা, একটি ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ এবং শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ মঙ্গলবার সকালে রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি টঙ্গীর ভিয়েলা টেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে সভা করেন এবং কারখানা পরিদর্শন করেন। কারখানার কর্ম পরিবেশ দেখার পাশাপাশি শ্রমিকদের সঙ্গেও কথা হয়। উৎপাদন প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন রানি।
এছাড়াও রানি ম্যাক্সিমা সেরুতি মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের সেবা নিয়েও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। সকালে তার গাজীপুর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।
পোশাক কারখানা পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে তিনি শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় পৌঁছান। সেখানে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ পরিদর্শন করেন তিনি। এ সময় ওই প্রকল্পের রূপকার অ্যাডভোকেট রহমত আলীও উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ পরিদর্শন শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর ত্যাগ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স। somoyerkonthoshor
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন