বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

স্টেডিয়াম মার্কেট বন্ধ, নিরাপত্তায় শত শত পুলিশ

 
    australia_bd_football                 ঢাকা স্টেডিয়ামের চারদিকে শত শত পুলিশ মোতায়েন        
        
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের একটি ফুটবল ম্যাচ নিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।
বাংলাদেশে সম্প্রতি দুজন বিদেশীকে হত্যার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ফুটবল দল নিরাপত্তার যুক্তিতে ম্যাচটি তৃতীয় দেশে নেওয়ার প্রস্তাব করেছিল।
ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অস্ট্রেলিয়া দল আদৌ ম্যাচটি খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বহু টানাহেঁচড়ার পর সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দল ঢাকায় আসে।
ঢাকার স্টেডিয়াম এলাকা থেকে বিবিসি বাংলার রাকিব হাসনাত জানাচ্ছেন, কোনও ফুটবল ম্যাচ নিয়ে ঢাকায় এই ধরণের নিরাপত্তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।
গতকাল (সোমবার) থেকেই স্টেডিয়াম মার্কেট বন্ধ রয়েছে। এছাড়া, সকাল থেকে স্টেডিয়ামের সামনের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
স্টেডিয়ামের চারদিকে সকাল থেকেই শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টর গেট দিয়ে দর্শকদের ঢোকানো হচ্ছে।
স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরুর কথা। ম্যাচ শেষ করে আজ রাতেই অস্ট্রেলিয়া দল ঢাকা ছেড়ে যাবে। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন