বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের আপীল বিভাগে শুনানী শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনাও বুধবার অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আদালত।
এবছরের ৩০শে সেপ্টেম্বর মি. চৌধুরী এবং মি. মুজাহিদের সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তারা রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেন।
গত ২রা নভেম্বর এই শুনানি হবার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছিল।
এই রিভিউ পিটিশন হচ্ছে আইনগত প্রক্রিয়ার শেষ ধাপ। এরপর আর কোন আইনগত প্রক্রিয়া নেই। এ
রিভিউ পিটিশনগুলো খারিজ হয়ে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না । bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন