এ্যাথলেটিকসের কোন প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ সাময়িকভাবে নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিশ্ব এন্টি-ডোপিং সন্থা ওয়াডা।
এ্যাথলেটদের মধ্যে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ বা 'ডোপ' সেবন ঠেকানো জন্য ওয়াডা কাজ করে।রাশিয়ার এ্যাথলেটিক্স জগতে ব্যাপকভাবে ডোপিং চলছে - এমন এক অভিযোগের তদন্ত করার পর ওয়াডা আজ তাদের রিপোর্ট প্রকাশ করে।
তারা পাঁচজন রুশ দৌড়বিদ এবং পাঁচজন কোচকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করারও সুপারিশ করেছে।
ওয়াডার সাবেক প্রধান ডিক পাউন্ড এই রিপোর্ট তৈরি করেন। স্বাধীন এই কমিশনের রিপোর্টে বলা হয়, তারা রাশিয়ার এ্যাথলেটিকসে ডোপিং, এ ধরণের ঘটনা ধামাচাপা দেয়া, জোর করে অর্থ আদায় - ইত্যাদি নানা অভিযোগ পরীক্ষা করে দেখেছেন।
এসব অনিয়ম ঠেকাতে ব্যর্থ হবার জন্য আন্তর্জাতিক এ্যাথলেটিক্স ফেডারেশনের ধারাবাহিক ব্যর্থতাও চিহ্নিত করা হয় রিপোর্টে।
বলা হয়, এ ব্যর্থতার জন্য এন্টিডোপিং কর্মসূচি কার্যকরভাবে চালানো যায় নি।
২০১২ সালের লন্ডন অলিম্পিকের সময়ও সন্দেহভাজন রুশ এ্যাথলেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখিয়েছে আইএ এএফ এবং রুশফেডারেশন। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন