সরকারের সঙ্গে বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি আবারও পিছিয়ে গেল।
এ প্রক্রিয়াটির নাম দেয়া হয়েছে জিটুজি প্লাস, অর্থাৎ দুই দেশের সরকার ও বেসরকারি রপ্তানিকারকেরা একসাথে জনশক্তি রপ্তানির কাজটি করবেন।মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার পরেও সেটি প্রত্যাহার করে নেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারকের কয়েকটি ধারা নিয়ে শেষ পর্যন্ত একমত হতে পারেনি উভয় পক্ষ।
সেকারণেই এটি পিছিয়ে দেয়া হয়েছে, জানিয়েছেন মি. আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল।
কিন্তু তখন কর্মকর্তারা একমত হয়েছিলেন এমন কয়েকটি বিষয়ে পরে তারা আপত্তি জানিয়েছেন বলে জানাচ্ছেন, মন্ত্রীপরিষদ সচিব।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়ায় ২০০৯ সাল থেকে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন