মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

পাসওয়ার্ড মুক্ত বিশ্ব গড়তে আগ্রহী মাইক্রোসফট

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্সমাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্সমোবাইল ফোন, ইমেইল নিয়ে একদিকে যখন দুশ্চিন্তা বাড়ছে অন্যদিকে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহারকারীদের পাসওয়ার্ডদের দুশ্চিন্তামুক্ত করার প্রয়াস চালাচ্ছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা সম্প্রতি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের প্রধান বিষয়টি হচ্ছে পাসওয়ার্ড। আমরা বিশ্বকে পাসওয়ার্ডমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে সহজে পাসওয়ার্ড হ্যাক করা না যায় সেরকম বায়োমেট্রিক পদ্ধতির কম্পিউটিং ইন্টারফেস তৈরিতে কাজ করছি।’
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ফিউচার আনলিশড: অ্যাকসেলেরেটিং ইন্ডিয়া’ শীর্ষক কিনোট উপস্থাপন করেন সত্য নাদেলা। নাদেলা বলেন, তাঁর প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য আছে আর তা হচ্ছে এ পৃথিবীর প্রতিটি মানুষের প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষমতায়ন যাতে আরও বেশি কিছু অর্জন করা যায়। নাদেলা বলেন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা ও ব্যবসা প্রক্রিয়াকে নতুন করে সাজানো। এ ছাড়া মানুষকে যাতে কাজের জন্য কোথাও যেতে না হয়, অর্থাৎ যেকোনো স্থানে বসেই কাজ করা যায় সে সুবিধা দিতে কাজ করছে মাইক্রোসফট। আমরা বুদ্ধিমান ক্লাউড প্রযুক্তি তৈরি করছি।
নিজের ব্যক্তিগত ফোনগুলো প্রসঙ্গে নাদেলা বলেন, আমি আইফোন ব্যবহার করি। এটা যদিও আমার ফোন নয়, এটা আইফোন। এটাকে আমি আইফোন প্রো বলতে পারি কারণ এতে মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যার ব্যবহার করা যায়। এ ছাড়াও আমি ব্যক্তিগতভাবে হাই-এন্ডের লুমিয়া ফোন ব্যবহার করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন