সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে করে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয় সেই গাড়ির একজোড়া নম্বর প্লেট নিলামে এক লাখ ডলারে বিক্রি হয়েছে।
টেক্সাসের ডালাসে ১৯৬৩ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা করার পর লিমোজিনটিকে যখন আপগ্রেড করার জন্যে পাঠানো হয়েছিলো তখন ওই দুটো নম্বর প্লেট খুলে রাখা হয়েছিলো।কোম্পানির মালিক ওই নম্বর প্লেট-দুটো খুলে প্রেসিডেন্ট কেনেডির মেয়ের কাছে পাঠিয়ে দেয়।
ওই প্লেটে গাড়ির নম্বর লেখা - GG-300। ধারণা করা হয়েছিলো ডালাসে ওঠা নিলামে নম্বর প্লেটটি ৪০ হাজার ডলারে বিক্রি হতে পারে।কিন্তু পরে তা এর চেয়েও দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে।
উত্তরাধিকার সূত্রে যিনি এই নম্বর প্লেট পেয়েছেন সেই জেন ওয়াকার বলেছেন, “আমি এই প্লেটের তাৎপর্য সম্পর্কে জানতাম।“সেকারণে আমি ওসব ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলাম।”
“কখনো কখনো আমি প্লেট-দুটোকে ড্রয়ার থেকে বের করে বন্ধুদের দেখাতাম।”
তবে যিনি প্লেট-দুটো নিলামে কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে।
টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ ডিনারের মেন্যুও ওই নিলামে বিক্রি হয়েছে।
ওই মেনুর দাম উঠেছিলো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার।
মেনুতে ছিলো ঝিনুক ও হাসের ছানার রোস্ট। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন