মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

মিয়ানমারের নির্বাচনে 'বিপুল জয়ের' আশা করছে এনএলডি

 
    myanmar election nld                            
মিয়ানমারে রোববারের নির্বাচনের পর আজ প্রধান বিরোধীদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বলছে, তারা ৭০ শতাংশ আসনে বিজয়ী হবে বলে আশা করছে।
এখন পর্যন্ত যদিও অল্প কয়েকটি আসনের সরকারি ফলাফল ঘোষিত হয়েছে - কিন্তু এনএলডির নেত্রী অং সান সু চি এর মধে আভাস দিয়েছেন যে তারা জয়ী হতে যাচ্ছেন।
উল্লসিত জনতার এক সমাবেশে মিজ সু চি বলেন, "আমার মনে হয় সবাই আন্দাজ করতে পারছে যে ফলাফল কি হবে।" তবে তিনি সতর্ক করে দেন যেন প্রার্থীরা এখনই বিজয় উদযাপন করতে শুরু না করেন।
মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার শোয়ে মান - যিনি সেনাবাহিনী-সমর্থিত ইউডিপিএসএর সদস্য - তিনি এর মধ্যেই আর নিজ আসনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। ওই আসনে তাকে হারিয়েছেন এনএলডির একজন প্রার্থী।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন সরকারি ফলাফল ঘোষণা প্রায় ৯ ঘন্টা বিলম্বিত হয়েছে, যার ফলে ভোটে কোন রকম অনিয়ম হয় কিনা সে আশংকা বেড়ে গেছে।
মিয়ানমারের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ২৫ শতাংশ আসন দেশটির সামরিক বাহিনীর হাতে থাকবে। তাই সরকার গঠন করতে হলে নির্বাচনে এনএলডিকে বাকি আসনগুলোর দুই-তৃতীয়াংশ পেতে হবে।
এ ছাড়া সংবিধানের আরেকটি বিধি অনুযায়ী অং সান সু চি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে পারবেন না - কারণ তার সন্তানরা বিদেশী নাগরিক।
গত ২৫ বছরের মধ্যে এটাই মিয়ানমারের প্রথম অবাধ নির্বাচন। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন