বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

বিদেশী হত্যার পেছনের "বড়ভাই একজন রাজনীতিক"

 
    tavella arrest                 চেজারে তাভেলার হত্যার সাথে জড়িত সন্দেহে আটক চার যুবক। পুলিশ জানায় এক "বড় ভাইয়ের" নির্দেশে তারা কাজ করেছিলো।     
           
ঢাকায় ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছিল গতকাল (সোমবার)।
পুলিশের একজন কর্মকর্তা সেসময় বলেন, এরা ভাড়াটে খুনি এবং একজন "বড়ভাইয়ের" কথামত তারা গুলশান এলাকায় চেজারে তাভেলাকে হত্যা করে।
কথিত এই "বড় ভাইটি" কে তা নিয়ে তারপর থেকেই তুমুল জল্পনা শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসির কাদির কল্লোলকে বলেছেন ইতালীয় নাগরিককে হত্যার পরিকল্পনাকারী মধ্য-সারির একজন রাজনীতিবিদ।
বিস্তারিত কিছু ভেঙ্গে বলতে চাননি তিনি, তবে প্রশ্নের উত্তরে বলেন ঐ ব্যক্তি দেশের ভেতরেই আছে বলে পুলিশের ধারণা।
তবে বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টিও একবারে উড়িয়ে দেননি মন্ত্রী।
“যেহেতু এখন তদন্ত হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে, ফলে এখন আর কিছু বলবো না। বড় ভাইটি কে, তা সময়মতো আমরা প্রকাশ করবো।”
এদিকে, সরাসরি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের আজ গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে।
গোয়েন্দা পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেছেন, জিজ্ঞাসাবাদে কথিত বড় ভাই সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি বের করার ওপর জোর দিচেছন গোয়েন্দারা।  bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন