বাংলাদেশে ২০১৬ সাল পর্যটন বর্ষ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
দেশটির রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৬ সাল হবে ‘ভিজিট বাংলাদেশ ইয়ার’।এর মাধ্যমে পর্যটন শিল্প গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, ভারত, ভুটান, নেপালের সঙ্গে বাংলাদেশের মোটর ভেহিকল এগ্রিমেন্ট চুক্তি সই হয়েছে। এর ফলে বাংলাদেশের পর্যটন শিল্প বিকশিত হবে। পর্যটকদের আসা যাওয়া বাড়বে।
বিশ্বে বাংলাদেশকে পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য পর্যটন এলাকাগুলোতে অবকাঠামোসহ নানা উন্নয়নের কাজ চলছে বলে তিনি জানান।
বৌদ্ধ ধর্মের নানা ঐতিহ্য ও পুরাতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনে আরো ভালভাবে সংযুক্ত করার বিষয়ে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনটি।
জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা UNWTO এবং বাংলাদেশ সরকারের আয়োজনে দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি বৌদ্ধ প্রধান দেশসহ মোট ১২ টি দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন