এক মহিলা সাংবাদিককে মারধরের অভিযোগে ব্যাঙ্গালোরের পুলিশ ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে আজ (মঙ্গলবার) গ্রেপ্তারের পর জামিন দিয়েছে।
একটি টেলিভিশন চ্যানেলের একজন মহিলা সাংবাদিক পুলিশের কাছে অভিযোগ করেছেন, সেপ্টেম্বর মাসে জাতীয় দলের ঐ লেগ স্পিনার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।ঐ অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্গালোর পুলিশ অমিত মিশ্রকে ডেকে পাঠায়। কয়েক ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা করা হয়। তবে কিছুক্ষণ পর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী পুলিশের সূত্র উদ্ধৃত করে বলছেন, জেরার সময় অমিত মিশ্র ঐ মহিলার সাথে তার বচসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে লেখা হচ্ছে, ঐ মহিলা সাংবাদিক অমিত মিশের পূর্ব-পরিচিত।
কথিত ঐ লাঞ্ছনার ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে যখন দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের আগে ব্যাঙ্গালোরে ভারতীয় জাতীয় দলের একটি প্রস্তুতি শিবির চলছিল।
চলতি সিরিজে অমিত মিশ্র ভারতীয় দলে রয়েছেন। রোববার মুম্বাইতে সিরিজের পঞ্চম এবং শেষ একদিনের ম্যাচে তিনি মাঠে ছিলেন।
আজকের এই ঘটনার পর তিনি চলতি সিরিজের বাকি অংশে দলে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন