টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ নির্বাচন ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশনের একটি আবেদনে শুনানির পর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এই আদেশ দিয়েছেন।কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের আদেশ স্থগিত করতে সোমবার আপিল আবেদন করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সেই আবেদন শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এই আদেশ দেন।
আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আদালত ২ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
ঋণ খেলাপির অভিযোগে ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি কমিশনে আপিল করলেও তা খারিজ হয়।
পরে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানির পর কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে রায় দেন হাইকোর্ট। ২২ অক্টোবর তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তবে সেই আদেশের বিরুদ্ধেই সোমবার নির্বাচন কমিশন আপিল করে।
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ১ সেপ্টেম্বর পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন