বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

বন্দুকের ‘ট্রিগার’ চেপে ধরল ‘ট্রিগার’

 

                     ল্যাব্রাডর জাতের পোষা কুকুরটি গুলিতে আহত হয়েছে তার মালিক (ফাইল ফটো)   
             
যুক্তরাষ্ট্রে একটি লাব্রাডর কুকুরের গুলিতে আহত হয়েছে তার মালিক।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অ্যালি কার্টার নামের ২৫ বছর বয়সী ওই নারী এ সময় তার কুকুরটি সঙ্গে নিয়ে বনে শিকার করছিলেন।
গুলি ভরা অবস্থায় তিনি বন্দুকটি পাশেই রেখেছিলেন।
কিন্তু তাঁর ‘ট্রিগার’ নামের ল্যাব্রাডর কুকুরটি সেটির উপর উঠে বন্দুকটির ট্রিগার চেপে ধরলে গুলি বেরিয়ে মিজ কার্টারের পায়ে লাগে।
তবে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন