বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কেউ ২০টি পর্যন্ত মোবাইল সিম রাখতে পারবেন।
সংস্থার চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদ সরকারের এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।এই প্রথম দেশে সিম রাখার কোনও সীমা নির্ধারণ করে দেওয়া হলও।
ড মাহমুদ জানান দ্রুত মোবাইল অপারেটরদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
নির্ভরযোগ্য সরকারি সূত্রগুলো জানিয়েছে, মোবাইল অপারেটরদের জাতীয় পরিচয় পত্রের ডাটাবেজে আংশিকভাবে ঢুকতে দেওয়া হবে, যাতে প্রতিটি গ্রাহকের সিম কেনার গতিবিধির ওপর নজর রাখতে পারেন।
বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন অপারেটরের একাধিক সিম কিনে রাখেন। বিশেষ করে বিভিন্ন মোবাইল অপারেটরের বৈধ বা অবৈধ এজেন্টরা একটি নামেই কয়েকশ পর্যন্ত সিম সংগ্রহ করে রাখেন।
বাংলাদেশে মোবাইল সিম নিবন্ধন বাধ্যতামূলক করার পর সিম কার্ড রাখার ওপর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে একেকবার এককেটি সংখ্যা নির্ধারণের কথা শোনা গেছে।
কর্মকর্তারা বলছেন, এই বিভ্রান্তি দুর করতে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন