স্বর্ণসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশের একজন কর্মকর্তা। কিন্তু সেই সোনা নিয়ে আটককারী কর্মকর্তা নিজেই পালিয়ে যাওয়ায় উল্টো পুলিশ তাকেই খুঁজতে শুরু করেছে।
বাংলাদেশের যশোরের বেনাপোল থানায় সোমবার এই ঘটনা ঘটেছে।বেনাপোল থানার ওসি অপূর্ব হাসান বিবিসিকে জানান, সোমবার সকালে রঘুনাথপুর থেকে রেজাউল ইসলাম নামের একজনকে এক কেজি তিনশ গ্রাম ওজনের ১৩ পিস স্বর্ণের বারসহ আটক করেন বেনাপোল থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
তিনি জানান, আটকের পর তাকে নিয়ে মোটরসাইকেলে থানায় রওনা হন। কিন্তু থানার গেটে এসে সঙ্গে থাকা কনস্টেবলকে আসামীকে থানায় নিয়ে যাওয়ার আদেশ দিয়ে নিজে আবার এএসআই রফিকুল ইসলাম আবার বাইরে চলে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনার পর এএসআই রফিকুল ইসলামের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁর বাড়িতেও খোজ নেয়া হয়েছে, কিন্তু সেখানে তিনি যাননি।
এ ঘটনায় পুলিশ দুইটি মামলা করেছে। একটিতে সোনা চোরাচালানের অভিযোগে রেজাউল ইসলামকে আসামী করা হয়েছে।
আরেকটি মামলায় সোনা নিয়ে পালিয়ে যাওয়ায় এএসআই রেজাউল ইসলামকে আসামী করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন