অন্তত ৪০জন নারীকে যৌন নির্যাতন করার অভিযোগ আছে যার বিরুদ্ধে, সেই অভিনেতা বিল কসবি উল্টো অভিযোগ করেছেন, তাদের অনেকেই আর্থিক সুবিধা নিতে তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন।
মানসিক নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে ৭৮ বছর বয়সী মি. কসবি ক্ষতিপূরণেরও দাবি করেছেন।এই দাবিতে আদালতে একটি মামলা (ল’স্যুইট) করেছেন সফল এই অভিনেতা ও কমেডিয়ান।
বিল কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে সাতজন অভিযোগকারিনী আদালতে ক্ষতিপূরণের দাবি তোলার পর তিনি পাল্টা এই অভিযোগ আনলেন।
অভিযোগকারীরা বলছেন, মি. কসবি কয়েক দশক ধরে অ্যালকোহলের মধ্যে ওষুধ মিশিয়ে তাদের জোর করে যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগ তোলার পর মি. কসবি এবং তার প্রতিনিধিরা তাদের সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করে।
যৌন নির্যাতনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন বিল কসবি। তার বিরুদ্ধে কখনোই ফৌজদারি অভিযোগও গঠন করা হয়নি।
আদালতে অবশ্য মি. কসবি স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে নারীদের উত্তেজক মাদক দিয়েছেন, কিন্তু তাঁর দাবি, সেগুলো তারা স্বেচ্ছায় নিয়েছেন।
যদিও বিল কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর তার সাথে কয়েকটি চুক্তি বাতিল করেছে এনবিসি, নেটফ্লিক্স সহ কয়েকটি মিডিয়া কোম্পানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন