আগুন লাগা গানেশলি খনির প্ল্যাটফর্ম। ছবি: রয়টার্স
কাস্পিয়ান সাগরে আজারবাইজানের একটি তেল খনির প্ল্যাটফর্মে ঝড়ের মধ্যে আগুন লেগে অন্তত একজন নিহত ও ৩০ জন নিখোঁজ রয়েছেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় তেল কোম্পানি এসওসিএআর বিবিসিকে জানায়, আগুন লাগা গানেশলি খনির প্ল্যাটফর্মটিতে ৬৩ জন কর্মী ছিলেন, তাদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ঝড়ে একটি গ্যাস লাইন ক্ষতিগ্রস্থ হয়ে আগুনের সূত্রপাত হয়।
ঝড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও কর্মীদের উদ্ধার প্রচেষ্টায় বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।
ঘটনা তদন্তের জন্য প্রধানমন্ত্রী আর্তুর রসিজাদাকে প্রধান করে একটি কমিশন গঠন করেছেন প্রেসিডেন্ট আলিয়েভ।
আজারবাইজান তেল শ্রমিক অধিকার রক্ষা কমিটি জানায়, প্রায় ৪০ জন কর্মী প্ল্যাটফর্মের সঙ্গে বাঁধা একটি রাবারের ডিঙি নৌকায় ওঠার চেষ্টা করার সময় সেটি ফেটে যায়, এতে তাদের অনেকে পানিতে পড়ে যান।
এসওসিএআর এর পক্ষ থেকে শ্রমিক অধিকার রক্ষা কমিটির জানানো তথ্যটি নিশ্চিত করা হয়নি।
ঝড় চলার সময় কাস্পিয়ান সাগরের উপকূলীয় এলাকার আরেকটি তেল রিগের প্ল্যাটফর্ম থেকে তাদের আরো তিন কর্মী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে এসওসিএআর।
গানেশলি খনি থেকে আজারবাইজানের ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়। রাশিয়া ও ইরানের সঙ্গে সীমান্ত থাকা আজারবাইজান কাস্পিয়ান সাগর এলাকার অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশ।
এর আগে শ্রমিক অধিকার রক্ষা কমিটির প্রধান মিরভারি জাখরামানলির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ৩২ জন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন