সিরিয়ার রাক্কায় একদিনের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৩২ জঙ্গি নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি রয়টার্সকে জানায়, রোববার রাক্কা প্রদেশের রাজধানী রাক্কা সিটি ও এর আশেপাশের এলাকায় আইএস এর অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে মানবাধিকার সংগঠনটি।
সিরিয়ায় আইএস এর শক্ত ঘাঁটিগুলোর একটি রাক্কা।
নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।
তারপর থেকে আইএস, বিশেষ করে, সিরিয়ায় অবস্থিত আইএস জঙ্গিদের উপর বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। ওই জোটে ফ্রান্সও রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যও এ বাহিনীতে যোগ দিয়ে আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করেছে।
শুক্রবার জার্মানির পার্লামেন্টে আইএস এর বিরুদ্ধে যুদ্ধে দেশটির অংশ গ্রহণের প্রস্তাবে অনুমোদন পেয়েছে। প্রস্তাবের অংশ হিসেবে সিরিয়ায় সেনা, বিমান ও রণতরী পাঠাবে জার্মানি । তবে সেখানে তারা বিমান হামলা চালাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন