রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বব্যাপী সমাবেশ

 
   
                 সমাবেশে অস্ট্রেলিয়ার একজন নাগরিক মাথায় সোলার প্যানেলের টুপি পড়েছেন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক একটি চুক্তির দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ সমাবেশ করবে আজ।
প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে দু’হাজারেরও বেশি কর্মসূচির আয়োজন করা হয়েছে, কয়েকটি দেশের কর্মসূচি ইতিমধ্যে শুরুও হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার সিডনিসহ দেশটির বিভিন্ন জায়গায় মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের সমাজকর্মীরাও শহরঘিরে ‘মানব চেইন’ তৈরির পরিকল্পনা করছে।
৩০শে নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন, যাতে অংশ নেবে প্রায় ১৮০টি দেশ।
                            
                           
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া ঠেকাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারে যেন সব দেশ একটা চুক্তিতে সম্মত হয় এই দাবী জানাচ্ছে বিক্ষোভকারীরা।
বিশ্বায়নের যুগে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে সেটাকে একটা নির্দিষ্ট লেভেলে আনতে বিশ্ব নেতারা যেন এক সাথে কাজ করেন সেই দাবীও জানাচ্ছে তারা।
তারা বলছে, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে যেন বিশ্ব নেতারা দৃষ্টি দেয়।
এইসব দাবীতে সমাবেশ কর্মসূচি রয়েছে বার্লিন, লন্ডন, সাও পওলো এবং নিউ ইয়র্কে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে যে সমাবেশ হয়েছে তাতে পাঁচ হাজার মানুষ অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের ফলে যে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও উন্নয়নে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা সেকথা বিভিন্ন প্ল্যাকার্ডে তুলে ধরে তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন