আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই সাফল্যে উদ্ভাসিত মুস্তাফিজুর রহমান। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, রেকর্ডের পাতায় এক সময় কীর্তিমান বোলারদেরও ছাপিয়ে যাবেন মুস্তাফিজ।
জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান। মাত্র ৯ ওয়ানডেতেই ৩ বার ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।
গত জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন নতুন রেকর্ড। প্রথম ২ ওয়ানডেতে ১১ উইকেট ছিল না আর কারও। পরে টেস্ট অভিষেকেও ম্যান অব দ্য ম্যাচ হয়ে গড়েছিলেন আরেকটি রেকর্ড। ওয়ানডে ও টেস্ট, দুটিতেই অভিষেকে ম্যাচ সেরা হতে পারেননি ক্রিকেট ইতিহাসে আর কেউ।
৯টি ওয়ানডেতে ৩ বার ৫ উইকেট, আরও দুইবার ৩ উইকেট। বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের তরুণ পেসারকে নিয়ে মাশরাফির রসিকতা, “মুস্তাফিজ তো পণই করেছে যে ৩ উইকেট নেবে অথবা ৫ উইকেট নেবে। অন্য কিছু নয়!’
শুধু রসিকতাই নয়, মুস্তাফিজকে নিয়ে অধিনায়ক শোনালেন স্বপ্নের কথাও।
“আমাদের শেষ তিনটি সিরিজে যেভাবে বোলিং করেছে মুস্তাফিজ, অনেক বড় অবদান আছে আমাদের সাফল্যে। আমি বিশ্বাস করি, অনেক বড় কোনো বোলারের রেকর্ড সে ভাঙবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন