মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

পাদ্রী হত্যা চেষ্টা: ৫ জন জেএমবি সদস্য গ্রেপ্তার

    পাদ্রী হত্যা চেষ্টা: ৫ জন জেএমবি সদস্য গ্রেপ্তার                          
বাংলাদেশে পাবনার ঈশ্বরদীতে একটি গির্জার পাদ্রীকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ পাঁচজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং এরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সদস্য।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় গ্রেপ্তারকৃত পাঁচজনই ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
গত ৫ই অক্টোবর ঈশ্বরদীর ব্যাপটিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর পাদ্রী লুক সরকারকে শহরের নিজের ভাড়া বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।
ওই ঘটনার পর অজ্ঞাত পরিচয়ের কয়েকজনের বিরুদ্ধে তিনি একটি মামলা করেন। bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন