মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার এলিসন ব্লেইক





 
 
 
 
স্টাফ রিপোর্টার : পাকিস্তানের ইসলামাবাদের উপ-হাইকমিশনার এলিসন ব্লেইককে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের ফরেন এ্যান্ড কমনওয়েলথ অফিস গতকাল সোমবার এক বার্তায় এই তথ্য জানান।
যুক্তরাজ্যের বর্তমান হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হবেন এলিসন ব্লেইক। আগামী জানুয়ারিতে নতুন হাইকমিশনারের তার পদে যোগ দেয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্যের ফরেন এ্যান্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। শিক্ষা জীবন শেষে এলিসন ব্লেইক ১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্র, কনফ্লিট গ্রুপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেয়ার পর লন্ডনে প্রতœতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল পিটার এ হেনরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের এই কূটনীতিক।  dailysangram.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন