মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

মেডিকেলে পুনরায় ভর্তির দাবিতে আন্দোলনরতদের অনশন আজ

 
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে গতকাল সোমবার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। গতকাল সোমবার দুপুর ১ থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় এ ঘোষণা দেয় মেডিকেল ভর্তিচ্ছু আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মুহাম্মদ মুহাইমিনুল ইসলাম নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবে এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যাবে। সেখানে এ পরীক্ষা বাতিল এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করবে তারা।
জানা যায়, গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে তারা। তাদের এ কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত। বিকেলে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শেষ করে এ অবস্থান কর্মসূচি।
এসময় আন্দোলনকারীরা কর্তৃপক্ষকে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে সকল ফলাফল বাতিল এবং মেডিকেলে ভর্তির পুনঃপরীক্ষা গ্রহণের দাবি জানায়।
দুপুর দেড়টার দিকে শাহবাগের উদ্দেশে রওনা হয়। সেখানে পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে চারদিকের সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ ছেড়ে দেয়।

dailysangram

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন