বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

তালেবানের কাছ থেকে একটি শহর পুনর্দখলে নিল আফগান বাহিনী

129cb064bf1b2dfe3eb9d746e683704d_XL
 
আফগান নিরাপত্তা বাহিনী  দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের একটি জেলা তালেবান জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে পুনর্দখলে নিয়েছে। জেলাটি দখলে নেয়ার আগে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনী তুমূল সংঘর্ষ হয়।
জাবুলের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমাদ খালিদ সাফি বলেছেন, প্রাদেশিক রাজধানী কালাত থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আতঘার জেলাটি আফগান নিরাপত্তা বাহিনী গতকাল (সোমবার) বিকেলে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সেখানে একজন নতুন জেলা প্রধান নিয়োগ দেয়া হয়েছে এবং গোলযোগপূর্ণ এলাকায় অভিযান চলছে। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমূল সংঘর্ষের পর গত ছয় মাস আগে তালেবান আতঘার শহরটি দখল করে নিয়েছিল।
এদিকে, আফগান নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টায় দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েক ডজন তালেবান জঙ্গিকে হত্যা করেছে। এসব অভিযানে আরো বহু ব্যক্তি আহত হয়।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন হাজার হাজার বিদেশি সেনার উপস্থিতির সত্ত্বেও সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায়। ১৪ বছর আগের ওই অভিযানে তালেবান সরকারের পতন হলেও আজ পর্যন্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে নি।
somoyerkonthosor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন