মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসলামিক স্টেট রুশ বিমান ধ্বংস করেছে বলে যে দাবি করছে তা আসলে ‘মিথ্যে প্রচারণা”।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিনাই উপদ্বীপে রুশ পর্যটকবাহী বিমানটি আসলে কিভাবে ধ্বংস হয়েছে তা এখনো বলার সময় আসেনি।
একটি রুশ বিমান সংস্থার বিমানটি ২২৪ জন আরোহী সহ মধ্য আকাশে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।
গতকাল সোমবার রুশ এয়ারলাইন্স কোগালিমাভিয়া দাবি করে যে বাইরের প্রভাবেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এরপর থেকেই জল্পনা চলছে রুশ বিমানটি আসলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কিনা।
প্রেসিডেন্ট সিসি এখনই এ বিষয়ে কোন উপসংহারে পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যারাই এই ঘটনার তদন্ত করতে চায়, তাদের সবাইকে মিশর স্বাগত জানায়।
উল্লেখ্য মিশরের সিনাই অঞ্চলে ইসলামী জঙ্গীরা খুবই সক্রিয় এবং তারা প্রায়শই মিশরের সেনাবাহিনীর ওপর হামলা চালায়। এই ইসলামী জঙ্গীরা ইতোমধ্যে ইসলামিক স্টেটের প্রতি তাদের আনুগত্যও প্রকাশ করেছে।
রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর অনলাইনে এক বার্তায় এই ঘটনা তারাই ঘটিয়েছে বলে দাবি করে ইসলামিক স্টেট। তবে সিনাইতে সক্রিয় ইসলামী জঙ্গীদের আকাশে উড়ে যাওয়া বিমান ধ্বংস করার মত সামরিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসলামিক স্টেট। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন