সিরিয়ায় বিমান হামলার পরিকল্পনা না নেয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপর চাপ বাড়ছে।
ব্রিটেনের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি সিরিয়ায় ব্রিটিশ সামরিক অভিযান বাড়ানোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে।কমিটি এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটিতে না যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।
এমনকি ব্রিটেন যদি সিরিয়ায় এরকম বিমান হামলা চালায় তার আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা।
পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি বলেছে, সিরিয়ায় বিমান হামলা চালানোর আগে একটি সমন্বিত আন্তর্জাতিক কৌশল নেয়া জরুরী। বিশেষ করে কিভাবে ইসলামিক স্টেট জঙ্গীদের দমন করা হবে এবং কিভাবে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটানো হবে সে বিষয়ে।
উল্লেখ্য, পররাষ্ট্র বিষয়ক পার্লাামেন্টারি কমিটিতে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
হাউস অব কমন্সে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রশ্নে সব দলের সমর্থন পাওয়া যাবে এমন সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে। বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এমন ইঙ্গিত স্পষ্ট যে,প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও আর এটা সম্ভব নয় বলেই মনে করেন।
২০১৩ সালেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার পরিকল্পনা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু পার্লামেন্টে ভোটাভুটিতে তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যায়। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন