রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মানচিত্রে প্যারিস হামলা: কোথায়, কখন ঘটেছিল ঘটনা

 
   
শুক্রবার রাত সাড়ে ন’টা বাজার কয়েক মিনিট আগেই শুরু হয় আক্রমণ।
প্রথম লক্ষ্যবস্তু ছিল স্টাড দে ফ্রান্স স্টেডিয়াম, যেখানে প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলান্দ নিজ দেশের সাথে জার্মানি ম্যাচ দেখছিলেন।
প্রেসিডেন্ট ওলান্দকে দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভেতরে আটকে যায় প্রায় ৮৫,০০০ দর্শক।
তারপর প্যারিসের কেন্দ্রস্থল থেকে একের পর এক হামলার খবর আসতে থাকে, বাড়তে থাকে হতাহতের সংখ্যা।
শুক্রবার রাতের ধারাবাহিক ঘটনাবলি, সময়সহ:
৯.২০: স্টাড দে ফ্রান্স-এ প্রথম বিস্ফোরণ।
৯.২৫: বিশা সড়কে লে কারিলঁ বার এবং লে পেতি কমবোজ রেস্তোরাঁয় গুলি।
৯.২৯: কাছা-কাছি এলাকা লা রিপুবলিক এ্যাভেন্যূ-তে আরো গুলি।
৯.৩০: স্টাড দে ফ্রান্স-এ দ্বিতীয় বিস্ফোরণ।
৯.৩৮: শারোঁ সড়কে লা বেল একুইপে বার-এ গুলি।
৯.৪৩: বুলেভার ভলটেয়ার-এ বাতাক্লাঁ কনসার্ট হল-এ কাছে বিস্ফোরণ।
২১.৪৯: বাতাক্লাঁ কনসার্ট হল-এ গুলি, তারপর আবার বিস্ফোরণ।
৯.৫৩: স্টাড দে ফ্রান্স-এ তৃতীয় বিস্ফোরণ।
১০.০০: বাতাক্লাঁ-র কাছে বোমার্শে সড়কে গুলি।
সূত্র: পুলিশকে উদ্ধৃত করে LeJDD website.
bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন