ভারত ও দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচ থেকে পাকিস্তানি আম্পায়ার আলীম দার-কে প্রত্যাহারের আইসিসির সিদ্ধান্তের পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা।
সোমবার তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।সোমবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বৈঠকের আগে বিসিসিআই সদর দপ্তরে হিন্দু উগ্রপন্থী সংগঠন শিবসেনার কর্মীরা হামলা করলে ঐ বৈঠকটি স্থগিত করা হয়।
এরপর পাকিস্তানের আম্পায়ার আলীম দারকেও প্রত্যাহারের ঘোষণা এলো।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলীম দার তার পূর্ণ সক্ষমতায় এই ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন এমনটি প্রত্যাশা করা যাচ্ছে না।
রবিবার চেন্নাইতে দুই দেশের পঞ্চম ওয়ানডেতে আলীম দারের আম্পায়ারিং করার কথা ছিল।
ভারতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের সাথে যেকোনো প্রকার সংশ্রব বর্জনের দাবি করছে শিবসেনা।
এমন প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনাও মুলতুবী করা হয়েছে।
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের অ্যাম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন আলীম দার।
তখন তার বিরুদ্ধে পক্ষপাতিত্বে অভিযোগ তুলে বাংলাদেশেও বিক্ষোভ হয়েছিল। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন