বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

ওবামার সঙ্গে দেখা করেছেন ঘড়ি নির্মাতা আহমেদ

 
                     আহমেদ মোহাম্মেদ            
     
সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন টেক্সাসের ‘ক্লক কিড’ খ্যাত কিশোর আহমেদ মোহামেদ। শিক্ষককে উপহার দেওয়ার জন্য মোহামেদের বানানো একটি ঘড়িকে বোমা সন্দেহ করে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।
 
বাড়িতে তৈরি একটি ঘড়ি দেখে বোমা সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমেরিকান সেই স্কুল ছাত্র হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন।
এ ঘটনা আমেরিকার সামাজিক মাধ্যমে বিপুল আলোড়ন তোলে।
ওই ঘটনার পর এক টুইটার বার্তায় তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।
আহমেদের সঙ্গে দেখার করার সময় মি. ওবামা মন্তব্য করেন, তরুণদের দমনের চেষ্টা না করে, বরং তাদের তাদের কাজে সবার উৎসাহ দেয়া উচিত।
সুদানি বংশোদ্ভূত ওই বালককে গ্রেপ্তার করা হলেও, পরে তার বিরুদ্ধে আর কোন অভিযোগ আনা হয়নি। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন