বাংলাদেশের চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের এক অভিযানের সময় আগের দিন গ্রেপ্তার করা জেএমবির একজন নেতা গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামে এই ঘটনা ঘটে।
মোঃ. জাবেদ নামের ওই নেতা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাকেসহ পাঁচজন জেএমবি সদস্যকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর মোঃ জাবেদকে নিয়ে চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। অস্ত্র উদ্ধারের সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হয়।
ভোর ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণে তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার বিকালে কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়ার একটি এলাকায় অভিযান চালিয়ে মি. জাবেদসহ মোট পাঁচজন জেএমবি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে।
এ সময় নয়টি হ্যান্ড গ্রেনেড, গুলি, পিস্তল, ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন