একের পর এক হারের মধ্যদিয়ে পাকিস্তান সফর শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার করাচিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি স্বাগতিকদের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। ফলে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে জয়ী হলো স্বাগতিকরা। নারী ক্রিকেট দলটি এবারের পাকিস্তান সফরে কাল চতুর্থ ও শেষ ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করে। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। বরং আগের চাইতেও শোচনীয় হারের কবলে পড়তে হয় তাদের। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত থাকায় সফর সমাপনী খেলাটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি তারা।
বাংলাদেশের দলটির আট ব্যাটসম্যান মিলে করেন ১৭ রান। এর মধ্যে তিনজনের অর্জন শূন্য। যদিও ওপেনার আয়েশা রহমান দল সর্বোচ্চ ৩৯ রান করেন নিয়মিত উইকেট বিসর্জনের মধ্যে। তারপরও যে সংগ্রহটি একশ’ ছাড়ায় তাতে অবদান রাখেন শেষদিকের ব্যাটসম্যান নিগার সুলতানা। তিনি মন্থরতম ব্যাটিংয়ে ১০৯ বলে ৩০ রান করেন। তার সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রিতু মনি (২৮)।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিনই মূলত এদিন সফরকারী দলটির বড় সর্বনাশ করেন— মাত্র সাত রানে চার উইকেট নিয়ে। এছাড়া আসমাভিয়া ইকবাল নেন ২৮ রানে তিন উইকেট। জবাবে ৩৮.৩ ওভারে চার উইকেটে রানগুলো তুলে নেয় সানা মিরের দল। স্বাগতিকদের পক্ষে আবারো সর্বোচ্চ রান (৪১) করেন সহ-অধিনায়ক বিসমাহ মারুফ। ২২ রানে দুই উইকেট নেন নাহিদা আক্তার।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১২৩/৯ (আয়শা রহমান ৩৯, নিগার সুলতান ৩০* রিতু মনি ২৮; আনাম আমিন ৪/৭)।
পাকিস্তান নারী ক্রিকেট দল : ১২৪/৪ (বিসমাহ মারুফ ৪১, মারিনা ইকবাল ৩১; সালমা খাতুন ২/২২)। ফল : পাকিস্তান নারী দল ছয় উইকেটে জয়ী। দুই ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০-তে ট্রফি জিতে নেয় স্বাগতিক পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক০৭ অক্টোবর, ২০১৫ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন