নতুন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে আর মেয়েদের নগ্ন ছবি না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন প্লেবয়।
পত্রিকাটির মালিকেরা বলছেন, ইন্টারনেটের কারণে নগ্নতা এখন বড্ড সেকেলে হয়ে গেছে, আর পর্নোগ্রাফিও এখন আর ব্যবসায়িকভাবে লাভজনক নয়।এ কারণেই এই সিদ্ধান্ত।
এছাড়াও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাগাজিনের ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই নগ্ন ছবি সরিয়ে নিয়ে, একে ফেসবুক বা টুইটারের মত একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৭০ সালে ম্যাগাজিনটির সার্কুলেশন ছিল ছাপ্পান্নো লাখ কপি, যা এখন নেমে এসেছে মাত্র আট লাখ কপিতে।
তবে, সামনের দিনগুলোতে মেয়েদের নগ্ন ছবি না ছাপলেও, আবেদনময় ছবি ছাপানো অব্যাহত রাখবে পত্রিকাটি।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মালিকানা পরিবর্তনের পর থেকেই ম্যাগাজিনটির আমূল পরিবর্তন হতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল। bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন