বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

এমপি লিটনের আত্মসমর্পণের নির্দেশনা স্থগিতের আবেদন

 
    bangladesh_mp_liton_child_shooting_case_court                 আদালতে এমপি লিটন          
      
বাংলাদেশে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুকে গুলি করে আহত করার অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণে হাই কোর্টের দেয়া নির্দেশনা স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আবেদনের ওপর আগামীকাল শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল একরামুল হক টুটুল।
তিনি জানান, এর আগে আজ সকালে এ সংক্রান্ত দুটি আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।
গতকাল মি. লিটনের জামিনের আবেদন নাকচ করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাই কোর্ট।
এর আগে ২রা অক্টোবর তিনি নিজের সংসদীয় এলাকায় গুলি করে নয় বছরের এক শিশুকে আহত করার অভিযোগ উঠার পর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
এরপর থেকেই আত্মগোপনে ছিলেন মি. লিটন। bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন