বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

ইসরায়েলে আজও একাধিক ছুরিকাঘাতের ঘটনা

 
    jerusalem_bus_                  জেরুসালেমের বাস স্টপে আক্রমণের পর       
         
ইসরায়েলের কয়েকটি শহরে একাধিক ছুরিকাঘাত ও গুলিবর্ষণের ঘটনায় আরো তিনজন নিহত হয়েছে।
আজ পূর্ব জেরুসালেমে একটি বাসের ওপর দু'জন আক্রমণকারী গুলি ছোঁড়ে এবং যাত্রীদের ছুরিকাঘাত করে। এতে দুজন নিহত এবং অনেকে আহত হয়।
পুলিশও পাল্টা গুলি চালালে আক্রমণকারীদের একজন নিহত হয়।
আরেক ঘটনায় জেরুসালেমের কেন্দ্রস্থলে একজন আক্রমণকারী তার গাড়ি চালিয়ে একটি বাসস্টপে আসে এবং সেখানে থাকা লোকজনের ওপর ছুরি নিয়ে আক্রমণ চালায়।
এখানেও একজন লোক নিহত এবং অপর একজন সামান্য আহত হয়েছে বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন।
আক্রমণকারী নিজেও এ ঘটনায় আহত হয়।
jerusalem_bus_                 জেরুসালেমে সহিংসতায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে                
ছুুরি নিয়ে আক্রমণের তৃতীয় ঘটনাটি ঘটে তেল আবিবের একটি উপশহরে।
অনলাইনে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, রাস্তার লোকজন কথিত এক আক্রমণকারীকে পেটাচ্ছে এবং লাথি মারছে।
এ মাসে ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ের পবিত্র স্থান আল-আকসা এলাকায় প্রবেশাধিকার নিয়ে উত্তেজনা তৈরি হবার পর থেকেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।
এর পর থেকে বারোটিরও বেশি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন