সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

ফেরত যাচ্ছে সেক্সে অনাগ্রহী জাগুয়ার সালমান

 
   
            হায়দ্রাবাদ চিড়িয়াখানায় একটি জাগুয়ার, ফাইল ছবি
বাঘের বাচ্চা জন্ম দেওয়ার জন্যে দক্ষিণ ভারতের একটি রাজ্যের চিড়িয়াখানা থেকে একটি জাগুয়ারকে ধার করে আনা হয়েছিলো রাজধানী দিল্লির চিড়িয়াখানায়।
এক বছর রাখার পর তাকে আবার আগের চিড়িয়াখানায় ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কেনো? বাঘের কি বাচ্চা হয়ে গেছে?
না, জাগুয়ারটিকে ফেরত পাঠানোর কারণ হচ্ছে সে খুব মোটা এবং এতোই মোটা যে বাচ্চা উৎপাদনের উদ্দেশ্যে যৌন-ক্রিয়ায় মিলিত হতে পারে না।
কেরালার চিড়িয়াখানা থেকে বছর-খানেক আগে ধার করে আনা এই জাগুয়ারটির নাম সালমান। বয়স ১২।
এক বছরে দেখা গেছে, দিল্লির চিড়িয়াখানায় যে নারী জাগুয়ার , নাম কল্পনা, আছে তার প্রতি সালমানের কোনো আগ্রহ নেই।
চিড়িয়াখানার কর্মকর্তারা বলেছেন, কল্পনার চাইতে খাবার-দাবারেরও প্রতিই বেশি আগ্রহ সালমানের।
                 মেক্সিকোতে দুটো জাগুয়ার, ফাইল ফটো
একজন কর্মকর্তা বলেছেন,“দেখা গেছে যে শারীরিক মিলনের জন্যে কল্পনা তাকে প্ররোচিত করার চেষ্টা করেছে। এবং তাতে সাড়া না দিয়ে সালমান এক কোনায় অলস হয়ে শুয়ে থাকে।”
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সালমানকে প্রতিদিন প্রায় ছয় কেজি মাংস খাওয়ানো হয়।
“সালমান খুবই অলস। পেটুক। শুধু খেতে আর আরাম করতে পছন্দ করে।”
খাঁচার বাইরে বড়ো একটি জায়গায় ছেড়ে দেওয়ার পরেও দেখা গেছে দৌড়াদৌড়ির কোনো ইচ্ছাই তার নেই। যৌন-ক্রিয়ার ব্যাপারেও তার কোনো আগ্রহ নেই।
তবে সালমানকে যারা পছন্দ করেন তারা বলছেন, দিল্লির চিড়িয়াখানায় আরো যে দুটো পুরুষ জাগুয়ার আছে তারাও কল্পনাকে কোনো বাচ্চা উপহার দিতে পারেনি। তাকে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসা হয়েছে সেই শোক হয়তো সে এখনও কাটিয়ে উঠতে পারেনি।

bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন