উত্তর আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালের ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলায় হতাহতদেরকে ক্ষতিপূরণ দেবে পেন্টাগন।
ওই হামলায় চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফঁতিয়ের বা এমএসএফের অন্তত ২২জন কর্মকর্তা ও রোগী নিহত হয়েছে।সপ্তাহখাকে আগে চালানো ওই হামলাটির ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে, ভুল করে ওই হাসপাতালে বোমা ফেলা হয়েছে।
মূলত তালেবান জঙ্গিদের ওপরেই তারা আক্রমণ চালানোর চেষ্টা করেছিলো।
দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ ওই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে আন্তর্জাতিক একটি কমিটি দিয়ে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, হামলায় যারা আহত হয়েছেন তারা এবং নিহতদের আত্মীয় স্বজনেরা এই ক্ষতিপূরণের দাবিদার হতে পারবেন।
পেন্টাগনের মুখপাত্র বলছেন, এমএসএফের হাসপাতালের ওপর যে হামলা হয়েছে তার পরিণতি মোকাবেলা করা খুবই জরুরী বলে মনে করে প্রতিরক্ষা দপ্তর।
হাসপাতালটি মেরামতের জন্যে যতো অর্থ লাগবে পেন্টাগনের পক্ষ থেকে সেটাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামা এমএসএফ ও আফগান নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন