শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

আত্মসমর্পণ না করলে এমপি লিটনকে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মসমর্পণ না করলে এমপি লিটনকে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপি  মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয় নিজ দফতরে  মাদক নিয়ন্ত্রণ বোর্ডের ১৪তম সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, শিশু সৌরভের পায়ে গুলি করার জন্য অভিযুক্ত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।
 
তিনি  বলেন, একজন এমপির বিরুদ্ধে যখন অভিযোগ আসল, তখনই আমরা চেয়েছিলাম ভিকটিমের পক্ষ থেকে এসে কেউ মামলা করুক। তার বাবা এসে মামলা করলেন। মামলার পরপরই এমপি লিটনের অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
 
এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বোর্ড সদস্য উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে আহত হয় শিশু সৌরভ (৯)। সৌরভ গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ইত্তেফাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন