শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

রাশিয়া আর পরাশক্তি নয় : যুক্তরাষ্ট্র

 photo-1446192586

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়া আর কোনো পরাশক্তি নয়। এর নিম্নগামী অর্থনীতির অবস্থান স্পেনেরও পরে। তা ছাড়া আগের সোভিয়েত ইউনিয়নের তুলনায় মস্কোর প্রভাব এখন অনেক সীমিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এ দাবি করেছে।
 
সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের কার্যালয়ের সেক্রেটারি জস আর্নেস্ট বলেন, গত কয়েক সপ্তাহে তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, রাশিয়ার দুর্বল অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের ১৫তম বৃহৎ অর্থনীতির দেশ রাশিয়া। স্পেনেরও পরে তাদের অবস্থান।
 
জস আর্নেস্ট আরো বলেন, আগের সোভিয়েত ইউনিয়নের মতো কোনো প্রভাব রাশিয়ার নেই। সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী অর্থনীতিও নেই রাশিয়ার। দেশটির অর্থনীতি ধীরে ধীরে আরো খারাপ ও পৃথক হয়ে যাচ্ছে। বন্ধুরাষ্ট্র সিরিয়ার আসাদ সরকারের জন্য যুদ্ধ লড়তে হচ্ছে রাশিয়াকে।  ইরান ও সিরিয়ার পক্ষ নিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের রণতরীর কাছে রাশিয়ার যুদ্ধবিমান
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সেক্রেটারি জস আর্নেস্ট বলেন, জাপান সাগরে আন্তর্জাতিক জলসীমায় থাকা যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের ওপর দিয়ে রাশিয়ার দুটি যুদ্ধবিমান উড়েছে। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটেছে। রাশিয়ার দুটি যুদ্ধবিমান দেখার পরপরই রণতরী থেকে দুটি এফ-১৮ বিমান ওড়ানো হয়। রাশিয়ার দুটি বিমান যতক্ষণ রণতরীর কাছে ছিল, যুক্তরাষ্ট্রের চারটি বিমানও এর কাছাকাছি অবস্থান করছিল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এর আগেও অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করে রাশিয়ার বিমান উড়েছে। এর প্রতিবাদও করা হয়েছে। তবে উল্লিখিত ঘটনা কিছুটা ভিন্ন, কারণ এটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। somoyerkonthosor
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন