চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করলে মার্কিন জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
দক্ষিণ চীন সাগরে নির্মিত কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন জাহাজ পাঠানোর খবর বের হওয়ার পর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট ইয়াং ইউচুন এসব কথা বলেছেন।
তিনি বলেন, “আমরা এখনো আমেরিকার প্রতি আহ্বান জানাই যে, তারা যেন ভুল পথে না যায়। কিন্তু মার্কিন পক্ষ যদি তা অব্যাহত রাখে তাহলে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
লেফটেন্যান্ট ইয়াং ইউচুন জোর দিয়ে বলেন, চীন তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য কঠিন ভূমিকা নিতে মোটেই কুণ্ঠা বোধ করবে না।
somoyerkonthosor
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন