মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

ঢাকার ভবিষ্যৎ উন্নয়নের জন্য রাজউকের পরিকল্পনা


Image copyrightGetty
Image captionঢাকার মতিঝিল এলাকা। ছবি : গেটি ইমেজেস
বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকার জন্য আগামী ২০ বছরকে সামনে রেখে এক 'কাঠামোগত পরিকল্পনার' খসড়া প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক।
এনিয়ে গত দুইদিন তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনাও করছেন যেটি আজ শেষ হয়েছে।
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা মহানগরীকে নিয়ে এর আগেও পরিকল্পনা তৈরী হয়েছিল, কিন্তু এগুলোর অনেক কিছুই বাস্তবায়ন হয়নি বা এর ফলে তেমন কোন পরিবর্তন আসেনি।
নতুন এই পরিকল্পনাতে আগামি ২০ বছরে শহরের বৃদ্ধি কিভাবে তা নির্ধারণ করা থাকবে।
dhaka
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া এই পরিকল্পনার ওপর ভিত্তি করেই আরেক 'ডিটেইলড এরিয়া প্ল্যান' বা ড্যাপ তৈরি করা হবে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা, নগরবাসীদের বিনোদনের জন্য উন্মুক্ত স্থান, যোগাযোগ ব্যবস্থা - এগুলো থাকবে।
পরিকল্পনা শহরকে গুছিয়ে তুলতে কতটা সহায়তা করবে কিংবা বর্তমান প্রেক্ষাপটে আদেৌ সেটি বাস্তবায়ন সম্ভব কিনা?
স্থপতি ইকবাল হাবিব বলেন, ঢাকার যে 'রিজেনারেশন' হচ্ছে তা একটা কাঠামোর মধ্যে ফেলতে পারলে আমরা আড়াই কোটি লোকে পরিবেশবান্ধব অবস্থায় বসবাসের সুযোগ করে দিতে পারবো।
নতুন এই পরিকল্পনায় ঢাকার আশপাশের সাভার, গাজিপুর এবং নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন