বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি'র উপর আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে সরকারের একজন সিনিয়র মন্ত্রী বিবিসিকে বলেছেন, এ ব্যাপারে আলোচনা চলছে।
আজ আরো পরের দিকে একটি নির্দেশনা আসতে পারে।
মন্ত্রীসভার ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ সরকারের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কিছুদিন ধরে রাস্তায় নেমে টানা আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
এদিকে, ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন