বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন সারাহ পেলিন

sp_donald_trump_sarah_palinImage copyrightAP
Image captionএই প্রথম কোনও শীর্ষস্থানীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত মন্তব্য করে আলোচিত ও সমালোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে এবার সমর্থন দিলেন দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিন।
এই প্রথম কোনও শীর্ষস্থানীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলেন।
মিসেস পেলিন বলেন, মি. ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি মার্কিন সেনা দিয়ে আইএসকে দমনে প্রস্তুত।
মিসেস পেলিন ২০০৮ সালে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।
আইওয়ায় এক প্রচার-সমাবেশে আলাস্কার সাবেক গভর্নর মিসেস পেলিন বলেন ট্রাম্প আমেরিকাকে নতুন এক উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য তিনি যথার্থ ব্যক্তি।
রাজনীতিতে না থাকলেও, মিসেস পেলিনকে এখনো এখনো যথেষ্ট প্রভাবশালী বলে মনে করা হয়।
এক বিবৃতিতে মি. ট্রাম্প বলেছেন মিসেস পেলিনের সমর্থন পেয়ে তিনি গর্ব বোধ করছেন।
মি. ট্রাম্পের মতো মিসেস পেলিনও একজন বিতর্কিত ব্যক্তি।
আলাস্কার গভর্নর থাকাকালে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন