বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ‘ডাক্তার আয়েশা সিদ্দিকা হলের’ নিচতলার ৩০৫ নম্বর কক্ষে আগুন লাগে বলে জানান হলের অফিস সহকারী রওশন আরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই কক্ষে সাদিয়া ইসলাম তন্বী, ফারহানা মুমু এবং কানিজ ফাতেমা নামে তিন ছাত্রী থাকে। সকালে তারা ক্লাসে চলে যাওয়ার পর আগুন লাগে।
“এতে রুমের সমস্ত আসবাবপত্র ও বই-খাতা পুড়ে গেছে।”
রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “হিটার জালিয়ে রেখে কক্ষে তালা দিয়ে ছাত্রীরা বাইরে চলে যায়। কক্ষে বিদ্যুতের লাইনে সংযুক্ত অবস্থায় একটি হিটার পাওয়া গেছে।”
ওই হিটার থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা তার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন