বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

যুদ্ধাপরাধে যুক্ত পাকিস্তানি সেনাদের ব্যপারে কমিটি

liberation_war_museum
Image caption১৯৭২ সালে দেশে দালাল আইনে যেসব পাকিস্তানি সেনা সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের তথ্যও সংগ্রহ করবে এই কমিটি
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত পাকিস্তানি সেনা সদস্যদের ব্যপারে তথ্য সংগ্রহে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ কমিটি গঠন করেছে।
পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির সমন্বয়ক আব্দুল হান্নান খান বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য সংগ্রহে সরকারি দলিল, গণমাধ্যম এবং বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে।
এক্ষেত্রে, ১৯৭২ সালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দালাল আইনে যেসব পাকিস্তানি সেনাসদস্যের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের তথ্যও সংগ্রহ করবে এই কমিটি।
এছাড়া ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী যে ১৯৫ জন যুদ্ধবন্দি পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফেরত দেয়া হয়েছিল তাদের ব্যপারেও এই কমিটি তথ্য অনুসন্ধান চালাবে বলে জানিয়েছেন মি. খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন