বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

bacha_khan_universityImage copyrightReuters
Image captionবন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি এখনো চলছে
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে চারসাড্ডায় এক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯জন নিহত হয়েছে।
আহত হয়েছে অন্তত অর্ধশত শিক্ষার্থী।
পুলিশ বলছে, নিহতদের মধ্যে অন্তত চারজন ছিল হামলাকারী।
তিন ঘন্টাব্যপী বন্দুকযুদ্ধ চলার পর এখন নিরাপত্তা বাহিনী বাচা খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রন নিয়েছে।
তবে, হামলাকারী দলের আরো সদস্য ক্যাম্পাসের ভেতরেই লুকিয়ে রয়েছে কিনা সে সম্বন্ধে নিশ্চিত নয় পুলিশ।
পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনা সদস্যরা।
কর্মকর্তারা জানাচ্ছেন, সকাল সাড়ে নটার দিকে গুলি ছুড়তে ছুড়তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে বেশ কয়েকজন বন্দুকধারী।
প্রথমেই তারা কয়েকটি বিকট বিস্ফোরণ ঘটায়।
আতঙ্কিত শিক্ষক ও স্টাফরা পরীক্ষার হল এবং টয়লেটে আশ্রয় নেয়।
অবরুদ্ধ শিক্ষার্থী এবং স্টাফদের নিরাপদে বিশ্ববিদ্যালয়ের বাইরে সরিয়ে নেবার চেষ্টা করছে পুলিশ।
ঘটনাস্থলে কোন গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।
ক্যাম্পাসের পেছন দিকে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গেষ্টহাউজ অবস্থিত তার দেয়াল বেয়ে হামলাকারীরা এসেছে বলে নিরাপত্তা বাহিনী ধারনা করছে।
বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সালে পেশোয়ারের কাছে তালিবানদের হামলায় ১৩০জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল যে জায়গায়, তার কাছেই অবস্থিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন