ফিফার দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ লক্ষ ডলার ঘুষ নেয়ার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।
সুইজারল্যান্ডের একটি হোটেলে আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।জুরিখে বিলাশ-বহুল এই একই হোটেল থেকে গত মে মাসে ফিফার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে ফিফার সংস্কার নিয়ে জুরিখে দুইদিনের বৈঠক চলছে ফিফা নির্বাহী কমিটির।
ফুটবলের এই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বলছে “ মার্কিন বিচার বিভাগ থেকে আজ যে পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে ফিফা অবগত ছিল”।
এছাড়া মার্কিন তদন্ত কাজে পূর্নাঙ্গ সহযোগিতা করে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। আজকের (বৃহস্পতিবার) ঘটনা নিয়ে ফিফা আর কোন মন্তব্য করবে না বলেও জানিয়েছে তারা।
গত মে মাসে ফিফার সাতজন কর্মকর্তাকে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষ বলছে আজ দিনের আরো পরের দিকে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। তারপরে তারা গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন