শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

১৩৭ বছরের ইতিহাসে প্রথম বেরুলো না হিন্দু পত্রিকা

 
                               
বৃষ্টি আর বন্যার পানিতে চেন্নাই নগরী ডুবে যাওয়ায় ভারতের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি ‘দ্য হিন্দু’ ১৩৭ বছরের ইতিহাসে এই প্রথম ছাপানো যায়নি।
দ্য হিন্দু প্রকাশিত হচ্ছে ১৮৭৮ সাল থেকে। কিন্তু কর্মীরা ছাপাখানায় আসতে না পারায় গতকাল প্রথমবারের মত এই পত্রিকার প্রকাশনায় ছেদ পড়ে।
পত্রিকাটির প্রকাশক এন মুরলি বিবিসি হিন্দির সাংবাদিক ইমরান কোরেশিকে জানিয়েছেন দ্য হিন্দুর ইতিহাসে এই প্রথম এ ধরণের ঘটনা ঘটেছে।
চেন্নাই শহর এখন কার্যত পানির উপর ভাসছে। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিমান বন্দরের রানওয়ে সব পানিতে ডুবে গেছে।
এন মুরলি জানান, চেন্নাই শহরে দ্য হিন্দুর যে প্রিন্টিং প্ল্যান্ট, বন্যার কারণে সেখানে ঢুকতে পারেনি কর্মীরা।
চেন্নাই থেকে অবশ্য অন্য নামকরা ভারতীয় পত্রিকা ‘টাইম অব ইন্ডিয়া, ‘ডেকান ক্রনিকল’ এবং ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ যথানিয়মেই প্রকাশিত হয়েছে।
চেন্নাই নগরীতে বন্যা মোকাবেলায় সরকারকে সেনাবাহিনী নামাতে হয়েছে।
বিমান বন্দর থেকে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। গত ১৭ দিন ধরে শহরের সব স্কুল বন্ধ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন