আরএএফ টরনাডো জেট সিরিয়াতে কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রথম বারের মত বিমান হামলা চালিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে বলছে সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের দখলে থাকা এমন ছয়টি স্থানকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ আক্রোটিরি’ থেকে চারটি যুদ্ধবিমান সিরিয়ার আইএসের অবস্থানে হামলা চালায়।
এর মধ্যে দুইটি বিমান ঘাঁটিতে ফেরত এসেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে “প্রথম বারের মত তারা আক্রমণাত্মক অভিযান করলো সিরিয়াতে”।
সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে বুধবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর হাউজ অব কমন্সে ১০ ঘণ্টা আলোচনা হয়।
এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে ৩৯৭জন এমপি অবস্থান নেন। বিপক্ষে ভোট পড়ে ২২৭টি।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটেনে আইএস জিহাদিদের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াটাই ভাল হবে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন