শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

 
    bbc                 বাংলাদেশ নারী ক্রিকেট দল ( ফাইল ফটো)  
              
২০১৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩১ রানে জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো দলটি।
আজ ব্যাংককে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। ৯০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
এর ফলে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করলো দলটি।
বাংলাদেশের রুমানা আহমেদ পেয়েছেন চার উইকেট।
দলের পক্ষে ফারজানা হক করেন সর্বোচ্চ ৪৩ রান।
জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে গ্রপ পর্বের ম্যাচে বাংলাদেশ দল থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন