শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

পার্ক স্ট্রিট গণধর্ষণ: তিন জনের ১০ বছর জেল

 
    india_rape_victim                           
ভারতের কলকাতার পার্ক স্ট্রিটে তিন বছর আগের এক গণধর্ষণের ঘটনায় তিন দোষীকে আজ দশ বছর করে জেল আর এক লক্ষ টাকা জরিমানার সাজা দেওয়া হয়েছে।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারী কলকাতার পার্ক স্ট্রীট অঞ্চলের একটি নাইট ক্লাব থেকে বেরুনোর পরে সুজেট জর্ডন নামে ৩৫ বছরের এক মহিলাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়েছিল।
পর দিন ভোরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় দোষীরা।
জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাবাস করতে হবে তিনজনকে।
suzette_jordan
আক্রমণের শিকার সুজেট জর্ডন
এই জরিমানার টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার কলকাতার নগর দায়রা আদালত সুমিত বাজাজ, রূমন খান আর নাসির খান – এই তিনজনকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল।
তিন জন গ্রেপ্তার হলেও এখনও মূল অভিযুক্ত কাদের খান ও মুহম্মদ আলি ধরা পড়ে নি।
অন্যদিকে মেনিঞ্জো-এনসেফেলাইটিস রোগে ভুগে এবছর ১৩ মার্চ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা সুজেট জর্ডনের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন